কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে — সাখাওয়াত হোসেন শামীম

জীবন ও জীবীকা কৃষি ও প্রকৃতি

নাঈম ইকবাল, কুমিল্লা প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামে কৃষকদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের করণীয় নির্ধারণ ও নানা সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়নে দায়িত্বরত কৃষি অফিসার জনাব আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিরহাট ইউনিয়নের সেক্রেটারি জনাব সাখাওয়াত হোসেন শামীম।

আল-আমীন তার বক্তব্যে বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত বীজ নির্বাচন এবং জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ে কৃষকদের পাশে থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

অন্যদিকে সাখাওয়াত হোসেন শামীম বলেন, “কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকার ও স্থানীয় নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে। কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে।”

আলোচনা শেষে কৃষকরা তাদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং কৃষি অফিসারের কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *