মাদ্রাসা ক্রিকেট চালু করছে বিসিবি: জানালেন সভাপতি বুলবুল

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রিকেটের মূল স্রোতে আনতে নতুন উদ্যোগ নিয়েছে। বিসিবির নবনির্বাচিত সভাপতি ও সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, স্কুল ও কলেজ ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসাগুলোতেও ক্রিকেট প্রসারের পরিকল্পনা করছে বোর্ড।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের জন্য বড় অর্জন হবে। আমরা সেই ব্যবস্থার দিকেই এগোচ্ছি।”

বিসিবি আগে থেকেই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এই পরিসর এবার মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আরও বড় হচ্ছে।

টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে ধারণা দিতে গিয়ে বুলবুল জানান, বিস্তারিত আলোচনা এখনও বাকি থাকলেও প্রাথমিকভাবে টি-টোয়েন্টি ধরনের ছোট ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেহেতু পরিকল্পনা নেওয়া হয়েছে, বোর্ড দ্রুত তা বাস্তবায়নের চেষ্টা করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *