বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সদর উপজেলার এক গ্রামে ঘুমন্ত অবস্থায় স্বামীর হাত-পা বেঁধে তার বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। স্বামীর দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ওই ক্ষোভের জেরে তিনি স্বামীকে ঘুমের মধ্যে আক্রমণ করেন বলে অভিযোগ।
আহতের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসীর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্বিতীয় বিয়ের কারণেই এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর কর্তিত অঙ্গ সংরক্ষণ করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনো এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।