অভিষেকের রেকর্ড ঝড়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা ষষ্ঠ জয়

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: দুবাইয়ে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের স্বপ্ন ছিল গ্রুপপর্বের হার শোধ নেওয়া। কিন্তু সেই আশা ভেস্তে দিল ভারত। দুর্দান্ত ওপেনিং, অভিষেক শর্মার রেকর্ড ঝড় আর পরিশেষে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে রোহিত শর্মার দল। এ জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা ষষ্ঠবারের মতো জয় তুলে নিল ভারত।

পাকিস্তানের ইনিংস: উজ্জ্বল ফারহান, কিন্তু ব্যর্থ সমাপ্তি

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে। ওপেনার শাহিবজাদা ফারহান জীবন পাওয়ার সুবাদে খেলেন ইনিংসের সেরা ৫৮ রানের knock। তার ব্যাটে আসে ৫ চার ও ৩ ছক্কা। সঙ্গ দেন আরিফুল হক (২৪ বলে ৩৪) ও আজহার আলী (১৯ বলে ২৮)।

তবে শেষ দিকে রান তোলার গতি কমে যায় পাকিস্তানের। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি তারা। বল হাতে সবচেয়ে সফল শিবম দুবে, ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট।

স্কোরকার্ড (পাকিস্তান):
১৭১/৫ (২০ ওভার)

শাহিবজাদা ফারহান – ৫৮ (৫৪)

আরিফুল হক – ৩৪ (২৪)

আজহার আলী – ২৮ (১৯)

শিবম দুবে – ২/৩৪

ভারতের ইনিংস: অভিষেক-গিলের ঝড়ো সূচনা

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করে ভারত। মাত্র ৯ ওভারে ওপেনিং জুটি তুলে ফেলে ১০৫ রান। শুবমান গিল ২৮ বলে ৪৭ রান করে ফাহিম আশরাফের বলে বোল্ড হলেও তার ব্যাটে আসে ঝকঝকে ৮টি চার।

অন্যপ্রান্তে রেকর্ড গড়ে ঝড় তুলেন অভিষেক শর্মা। মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি যাতে ছিল ৬ চার ও ৫ ছক্কা। এই ম্যাচেই তিনি গড়েন এক অনন্য রেকর্ড: টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫০ ছক্কা (মাত্র ৩৩১ বলে), যা ভেঙে দেয় এভিন লুইসের আগের রেকর্ড (৩৬৬ বলে)।

গিল ও অভিষেক ফেরার পর সঞ্জু স্যামসন ১৩ রান করেন, সূর্যকুমার যাদব শূন্য রানে আউট হন। তবে তিলক ভার্মা (২২ বলে ৩০*) ও হার্দিক পান্ডিয়া (৭*) দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন ১৮.৫ ওভারেই।

স্কোরকার্ড (ভারত):
১৭৪/৪ (১৮.৫ ওভার)

অভিষেক শর্মা – ৭৪ (৩৯), ৬x4, ৫x6

শুবমান গিল – ৪৭ (২৮), ৮x4

তিলক ভার্মা – ৩০* (২২)

হারিস রউফ – ২/৩৬

ম্যাচের সারসংক্ষেপঃ

পাকিস্তান: ১৭১/৫ (২০ ওভার)

ভারত: ১৭৪/৪ (১৮.৫ ওভার)
ভারত জয়ী ৬ উইকেটে, হাতে ৭ বল

ম্যাচ-পরবর্তী বিতর্কঃ

গ্রুপপর্বের মতোই ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন ভারতের দুই ব্যাটার। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রেকর্ড বইতে ভারতঃ

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা ষষ্ঠ জয় তুলে নিল ভারত। এর আগে দুই দলই সর্বোচ্চ টানা ৫ বার করে জিতেছিল একে অপরের বিপক্ষে। এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে এটি ভারতের দ্বিতীয় জয়—গ্রুপপর্বে তারা জিতেছিল ৭ উইকেটে, তখন বল বাকি ছিল ২৫টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *