ভোরের দূত ডেস্ক, ঢাকা: রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী। রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই ৫৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে এই রোগে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, এবার ডেঙ্গুর ধরন পাল্টেছে এবং অনেক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছেন। এর প্রধান কারণ, দেরিতে হাসপাতালে পৌঁছানো এবং সঠিক চিকিৎসার অভাবে রোগের জটিলতা বেড়ে যাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একইসাথে, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।