নাগরপুরে ফিটনেসবিহীন বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

সারাদেশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ফিটনেসবিহীন একটি বাসচাপায় নুরু বেপারি (৭০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর উপজেলার কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে নুরু বেপারি মামুদনগর বাজার থেকে বাড়ির পথে রওনা হন। পথে পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকাগামী ফিটনেসবিহীন যাত্রীবাহী এসবি লিংক পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো ব-১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাগরপুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং বাসটিও জব্দ করা হয়। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই ফিটনেসবিহীন বাস ও অদক্ষ চালকের কারণে এলাকায় দুর্ঘটনা বাড়ছে। দ্রুত এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *