ভোরের দূত ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বন্দরগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা।
আজ শুক্রবার আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়, উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঢাকার আবহাওয়া
- সর্বোচ্চ তাপমাত্রা: ৩৫ ডিগ্রি সেলসিয়াস
- সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.২ ডিগ্রি সেলসিয়াস
- আজ সূর্যাস্ত: বিকেল ৫টা ৫১ মিনিট
- আগামীকাল সূর্যোদয়: ভোর ৫টা ৪৯ মিনিট