ভোরের দূত

সখীপুর উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজুকে অব্যাহতি, নাজিম উদ্দীন মাস্টার ভারপ্রাপ্ত সভাপতি

সারাদেশ

মো. বদরুল আলম বিপুল, সখীপুর, টাংগাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শাহজাহান সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলে নাজিম উদ্দীন মাস্টার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নাজিম মাস্টার জানান, অব্যাহতির নির্দিষ্ট কারণ তারা প্রকাশ করতে পারছেন না। তবে সম্ভবত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কিছু অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

বিএনপি সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিএনপির কিছু নেতা-কর্মী অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় শাহজাহান সাজুকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সখীপুর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, শাহজাহান সাজুর কারণে স্থানীয় জনগণসহ দলের ভেতরও ক্ষোভ তৈরি হয়েছিল। তার প্রভাবে সখীপুরে দলের ভোটেও নেতিবাচক প্রভাব পড়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শাহজাহান সাজুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে শাহজাহান সাজু বলেন, এ সংক্রান্ত কোনো নোটিশ বা চিঠি তিনি এখনও পাননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *