কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না: ড. এ জেড এম জাহিদ হোসেন

রাজনীতি সারাদেশ

ভোরের দূত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যদি জনগণকে গণতন্ত্র ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করা যায়, তাহলে কোনো ষড়যন্ত্রই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. জাহিদ হোসেন বলেন, এ দেশের জনগণ নির্বাচিত সরকারের শাসনব্যবস্থায় বিশ্বাস করে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, দেশের জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শেষবিচারে এ দেশের জনগণই সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, দেশের মালিকানা ফিরে পেতে এবং অন্যায়-অত্যাচারের বিচার চায়। গত সরকারের আমলে পাখির মতো গুলি করে হত্যার বিচার দেখতে চায়। জনগণ কোনো অবস্থাতেই নির্বাচন বিলম্বিত করে বা বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না।

বিএনপির এই নেতা মন্তব্য করেন, যারা এখন হুংকার দিচ্ছেন, তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ সুগম করছেন। কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে তার হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *