ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয় সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের মাঝে শাড়ি ও ধূতি বিতরণ করা হয় । ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে শ্রী শ্রী গৌরলাল চৌধুরী শারদীয় দুর্গাপূজায় দূর্গামন্ডপ কমিটির আয়োজনে ও এস ডি পি এস (SDPS) এর সহযোগিতায় ১৫০ জন ভক্তের মাঝে শাড়ি ও ধূতি বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণীয় অনুষ্ঠানে অত্র শারদীয় দুর্গাপূজা দূর্গামন্ডপ কমিটির সভাপতি বাসুদেব বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি সভাপতি সিদ্দিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য বিকাশ চন্দ্র বর্মন, ক্ষিরত চন্দ্র বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।