ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব সখীপুরের বৃদ্ধ সাকিম উদ্দিন

সারাদেশ

মো. বদরুল আলম বিপুল, সখীপুর (টাংগাইল): টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বৃদ্ধ সাকিম উদ্দিনের (৬৫) মনোহারী দোকান। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

ফ্রিজ, টিভি, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দোকানের সব মালামাল ভস্মীভূত হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাকিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টার দিকে দোকানে আগুন লাগা দেখলে এলাকাবাসী ছুটে আসে। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক সাকিম উদ্দিন জানান, দুটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলাম। প্রতি সপ্তাহে চার হাজার টাকা কিস্তি দিতে হয়। দোকান পুড়ে যাওয়ায় এখন সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে, কিস্তি শোধ তো দূরের কথা।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, এই দোকানের আয় দিয়েই সাকিম উদ্দিন তার পরিবার চালাতেন। দোকান পুড়ে যাওয়ায় তার হাতে এখন আর কিছুই নেই। পরিবার নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

সখীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা জানান, তাদের পৌঁছানোর আগেই ছোট্ট দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে এখন অনিশ্চয়তার অন্ধকারে দিন কাটাচ্ছেন বৃদ্ধ সাকিম উদ্দিন। স্থানীয়দের মতে, সমাজের সহানুভূতিশীল মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতার হাত না বাড়ালে তার ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *