নাইম উদ্দীন: নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত খাইরুল ইসলামের পরিবারকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম তার কার্যালয়ে মৃত খাইরুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুনের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন।
ইউএনও রাকিবুল ইসলাম জানান, গত ২৮ আগস্ট নিতপুর শোভাপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে খাইরুল ইসলাম ধামইরহাট উপজেলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অনুদানের জন্য আবেদন করা হলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।