বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত

খেলাধুলা

মাসুম পারভেজ: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলাটি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল বনাম বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩২-২২ পয়েন্ট ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলের এলএসি  মোঃ আমিনুল মোন্না শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার দলের ফ্লাইট লেফটেন্যান্ট খন্দকার ইমামুর রহমান উদীয়মান খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক, কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *