চকরিয়া (কক্সবাজার): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামুহুরি ব্রীজ এলাকার পাশে সদ্যভুমিষ্ঠ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের ব্রীজ সংলগ্ন স্থানে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নবজাতকের লাশ পৌরসভা কর্তৃপক্ষের সহায়তায় স্থানীয় ডলমপীর মাজারস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।