তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রে গোসলরত নারী পর্যটকদের গোপনে ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। এসময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। মুদি দোকানের ব্যবসার পাশাপাশি তিনি কনটেন্ট তৈরি করতেন। স্থানীয় ফটোগ্রাফাররা জানান, রুবেল নারী পর্যটকদের ভিডিও করার পাশাপাশি অশ্লীল মন্তব্য করছিলেন। বিষয়টি দেখে তারা তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশের হাতে সোপর্দ করেন। তার মোবাইল ফোনে একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া যায়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদিক জানান, টুরিস্ট পুলিশের সার্জেন্ট ,অভিযুক্ত রুবেলকে আটক করে , খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও আরও বলেন, ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা কেউ ঘটায়, তবে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।