কোটচাঁদপুর থানার টানা অভিযানে উদ্ধার মোটরসাইকেল-ভ্যান, গ্রেফতার ৯

অপরাধ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের অভিযানে গত ২৭ দিনে উদ্ধার হয়েছে ৪ টি মোটরসাইকেল ও ১টি ভ্যান। এ সময় গ্রেফতার হয়েছেন ৮ জন ছিনতাইকারী ও একজন চোর।

থানা সূত্রে জানা গেছে, গেল ২২ আগস্ট কোটচাঁদপুর বলুহর গ্রামের শেখপাড়ার ভ্যানচালক সাঈদ শেখের ভ্যানটি ছিনতাই হয়। দীর্ঘ অনুসন্ধানের পর গত ১৪ সেপ্টেম্বর রাতে ঝিকরগাছা থেকে ভ্যানটি উদ্ধার করেন থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। এ ঘটনায় ছিনতাইকারী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এর আগে ২৭ জুন কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী লিটন হোসেনের হিরো হোন্ডা মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। গত ১৩ আগস্ট কালীগঞ্জের মঙ্গলপোতা বাজার থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হৃদয় হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া, ২০ আগস্ট রাতে নারায়ণপুর গ্রামের বাবলুর রহমানের মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল ছিনতাই হয়। মামলার পর উপপরিদর্শক (এসআই) মাসুম বেল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং উদ্ধার করে আরও ২টি মোটরসাইকেল। গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গার জীবননগর মাধবপুর গ্রামের মোজাহিদুল ইসলাম মানিক (৪১), ঝিনাইদহ শৈলকুপার টুটুল শিকদার (৩৫), মোকাদ্দেস হোসেন মোকা (৪৫), সদর উপজেলার রিপন হোসেন (৩৩), ইবি থানার শাহিন (২৫) ও দুলাল শেখ (৪৫)। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর ওই মামলায় কাস্টসাগরা গ্রামের আশিকুর রহমান (৩৬)কে গ্রেফতার করে পুলিশ, উদ্ধার করা হয় আরও একটি মোটরসাইকেল।

উল্লেখ্য, গেল ২৬ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কোটচাঁদপুরের সলেমানপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় ২টি মোটরসাইকেল। এ ঘটনায় মহিনুর বিশ্বাস খোকনকে আটক করা হয়।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,“উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। ফলে দ্রুত এসব ঘটনা শনাক্ত করে চোর ও ছিনতাইকারীদের গ্রেফতার এবং মালামাল উদ্ধার সম্ভব হচ্ছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সামগ্রিকভাবে কোটচাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *