সোনাইমুড়ীতে ১৪ কেজ গাঁজাসহ নারী আকট

অপরাধ

রবিউল হাসান, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় ইকোনো বাস কাউন্টার থেকে সুবর্ণা আক্তার (২০) নামে ঐ নারীকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এবং এসআই (নি:) মো. মইজুল ইসলাম ইমনের সঙ্গীয় ফোর্স নিয়ে মোছা: সুবর্ণা আক্তারকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে দুটি লাগেজ উদ্ধার করা হয়। কালো রঙের ১ টি লাগেজে চারটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ কেজি এবং লাল রঙের লাগেজে তিনটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজিসহ মোট ১৪ কেজি গাঁজা পাওয়া যায়।

মাদক কারবারি সুবর্ণা আক্তার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পুরান চৌয়ারা গ্রামের বাসিন্দা ও মেহেদী হাসানের স্ত্রী। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এবং ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *