IMPACT প্রকল্পে বরেন্দ্রে জলবায়ু মূলক ক্ষয়ক্ষতির চ্যালেঞ্জ নিয়ে স্থানীয় কর্মশালা

আবহাওয়া

মোস্তাফিজুর রহমান, রাজশাহী: IMPACT প্রকল্পের আওতায় বরেন্দ্র অঞ্চলে জলবায়ু প্ররোচিত ক্ষয়ক্ষতি কৃষি ও জীবিকায় তীব্র মাত্রা প্রভাব সম্পর্কিত চ্যালেঞ্জ শীর্ষক স্থানীয় কর্মশালা অনুষ্ঠান হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও Loss & Damage (ক্ষয়ক্ষতি) মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, দরিদ্র ও বিভিন্ন পেশাজীবি, নারী ও শিশু, আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তানোর উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা, উচ্চ তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টি ও ভূ গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, জনস্বাস্থ্যে, প্রাণি সম্পদে, মানবাধিকারে ও লিঙ্গীয় ক্ষেত্রে প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি একটি অংশীজন কেন্দ্রিক সভা ছিলো যেখানে বিভিন্ন পেশার কমিউনিটি সদস্য, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মীরা একই সাথে তাদের চাহিদা, বর্তমানে সরকারী সাহায্য ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যতে জলবায়ু প্ররোচিত Loss & Damage ( ক্ষয়ক্ষতি) কিভাবে আরো কার্যকরীভাবে মোকাবেলা করা যায়। সভাতে আলোচনার মাধ্যমে বিভিন্নভাবে এই সমস্যা সমাধানের কৌশল প্রস্তাবনা করা হয় যা সরকারি কর্মকর্তা ও কমিউনিটি সদস্যরা একমত হয়ে প্রস্তাব করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান,কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা,হাবিবা খাতুন, পানি সম্পদ কর্মকর্তা, ওয়াজেদ আলী, উপজেলা সহকারী প্রকৌশলী,জাকির হোসেনসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজনে কর্মরত ছিলেন, চৌধুরী আবরার জাহীন, প্রোগ্রাম অফিসার, রাফিয়া আনজুম রিমি, রিসার্চ অফিসার, শাকিব আলম পৃথুল, রিসার্চ অফিসার, ও গাউসিয়া ইসলাম কেয়া, রিসার্চ অফিসার। সহায়তায় ছিলেন মো: সারোয়ার হোসেন, স্থানীয় সমন্বয়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *