চকরিয়ায় অনুমোদনহীন ক্লিনিকে নার্স দিয়ে খৎনা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশু মাহিন

স্বাস্থ্য

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় এভারগ্রীন হাসপাতালে খৎনা করাতে গিয়ে নয় বছরের এক শিশুর ভয়াবহ জখম হয়েছে। শিশুটির লিঙ্গ কেটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশুটি।

এ ঘটনায় শিশুটির পিতা আব্দু শুক্কুর বাদী হয়ে হাসপাতালের নার্স, চিকিৎসক ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চকরিয়া থানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজারস্থ এভারগ্রীন হাসপাতালে স্থানীয় ব্যবসায়ী আব্দু শুকুর (৪০) তার ছেলে আব্দুল্লাহ আল মাহিনকে আধুনিক ডিভাইস কসমেটিক পদ্ধতিতে খৎনা করাতে নিয়ে যান। কসমেটিক পদ্ধতিতে করার কথা থাকলেও খৎনাটি করানো হয় এক অজ্ঞাতনামা নার্সের মাধ্যমে সনাতন পদ্ধতিতে।

এদিকে নার্স ভুলভাবে খৎনা করায় শিশুর লিঙ্গ গোড়া থেকে আগা পর্যন্ত কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে হাসপাতালের চিকিৎসক ডা. ফয়ছাল আহম্মেদ এসে জরুরি ভিত্তিতে সেলাই করেন। কিন্তু অবস্থার অবনতি হলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শিশুটির পিতা আব্দু শুকুর বলেন, চকরিয়ার এভারগ্রীন হাসপাতাল আমার সাথে প্রতারণা পূর্বক কসমেটিক ডিভাইস খৎনার কথা বলে অনভিজ্ঞ নার্স ধারা আমার ছেলেকে এনালগ পদ্ধতিতে খৎনা করে পুরুষাঙ্গ মারাত্মক ভাবে জখম করেছে। আমার ছেলে এখন গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমনকি আমার ছেলের ভবিষ্যৎ পুরুষত্ব হরণের আশঙ্কাও রয়েছে।

সরকারি অনুমোদন হীন এভারগ্রীন হাসপাতালের অপচিকিৎসার ঘটনায় কক্সবাজারের সিভিল সার্জন ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান শিশুর পিতা আব্দু শুক্কুর।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় শিশুটির পিতার দায়ের করা এজাহার পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা এভারগ্রীন হাসপাতালের কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *