বালিয়াডাঙ্গীতে অতিরিক্ত দামে সার বিক্রি, বিএডিসি ডিলারের গুদাম জব্দদ

সারাদেশ

ঠাকুরগাঁও সংবাদদাতা:  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে সরকারি মূল্য অতিক্রম করে সার বিক্রির অভিযোগে বিএডিসি সার ডিলার অজিত কুমার রায়-এর গুদাম থেকে অবশিষ্ট সার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, অনুপম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী অজিত কুমার রায় টিএসপি, পটাশ ও ডেপ সার সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করেছেন। বিক্রির সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়নের উপসহকারীদের উপস্থিতি থাকা সত্ত্বেও ডিলার কৃষকদের সঠিক মূল্য তালিকা ও বিক্রয় রশিদ প্রদান করেননি।

চাড়োল ইউনিয়নের কৃষক মফিজুর রহমান জানান, তার কাছে টিএসপি সারের একটি বস্তা ১৬০০ টাকা নেন ডিলার, যেখানে সরকারি মূল্য ১৩৫০ টাকা। অন্যান্য কৃষকও অভিযোগ করেন, সরকারি মূল্য ৩৪০০ টাকা হলেও সার বিক্রি করা হয়েছে ৩৭০০ টাকায়। তারা সার বিক্রির অতিরিক্ত টাকা ফেরত এবং ডিলারশীপ বাতিলের দাবি করেছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান নিশ্চিত করেন, অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি কৃষি অফিসার অবগত আছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, “গুদাম পরিদর্শনে কিছু অনিয়ম দেখা গেছে। বিধিমোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *