সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
কালাপানিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জমির উদ্দিন,
যুবদলের আহ্বায়ক ও কারানির্যাতিত নেতা মনির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান,
সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক নিলন মেম্বার,সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন বসু,উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আফসার,
এবং আরও অনেকে।
সভায় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী জাতীয় নির্বাচনে কার্যকর প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তাঁর বক্তব্যে বলেন:
“তৃণমূলের সাধারণ নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির ৩১ দফা রূপরেখার আলোকে রাষ্ট্র কাঠামোর সংস্কার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল পরিচালিত হচ্ছে।”
বৈঠকে উপস্থিত স্থানীয় সাধারণ জনগণের মধ্য থেকে বক্তব্য রাখেন আবদুল হাই, আবু তাহের, ও মোহাম্মদ ইউছুপ। তারা দলীয় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া দেখা যায়।
উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।