মাসুম পারভেজ: দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্র (GUK-YAPSA) ও Build Nation Ltd.-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দেশের কর্মসন্ধানী তরুণদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করবে এবং তাদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Build Nation Ltd.-এর প্রতিষ্ঠাতা জনাব মাহতাব উদ্দীন আহমেদ FCMA, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাবা সানিয়া মাহমুদ, Synergy গ্রুপের Group CEO ড. নাঈম মাহতাব, ইপসা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব মো. আরিফুর রহমান এবং গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান জনাব এম. আবদুস সালাম।