ভোরের দূত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসবেন। আজ বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদেরও নেতা তিনি। ইনশা আল্লাহ, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে এসে শুধু নির্বাচনী প্রক্রিয়াই নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি একটি বড় দল, তাই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আসনের চেয়ে অনেক বেশি। প্রার্থী নির্বাচন স্থানীয় ও জেলা নেতাদের মাধ্যমে এবং জনগণের ভালোবাসার ভিত্তিতে নির্ধারিত হবে। সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রে যেসব অপ্রমাণিত খবর প্রচারিত হচ্ছে, তার ব্যাপারে দল ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছে যে, কাউকে গ্রিন বা রেড সিগন্যাল দেওয়া হয়নি। নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”