ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় আহসান উদ্দিন খান শিপন

রাজনীতি

মো. মুনির, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও অরুযাইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।

দলের মনোনয়ন প্রত্যাশী শিপন নিয়মিত যোগাযোগ রাখছেন সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিভিন্ন এলাকায় কর্মীসভা, আলোচনা সভা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তার সরব উপস্থিতি নির্বাচনি মাঠে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে। এতে দলের ভেতরে নির্বাচনি উচ্ছ্বাস ও আমেজ বইতে শুরু করেছে।

শিপন ইতোমধ্যেই তৃণমূলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম এবং ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার নীতির ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তিনি জেলে পল্লী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ, তরুণ-যুবক, বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের সাথে নিয়মিত বৈঠক ও আলোচনায় অংশ নিচ্ছেন। পাশাপাশি সরাইলের তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শিপন বলেন—
“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠনের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকা জরুরি। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন—
“আমার কর্মই আমার প্রতিদ্বন্দ্বী। আমার সততা, দলের প্রতি বিশ্বস্ততা ও সীমাহীন ত্যাগ যদি কেন্দ্রীয় নেতৃত্ব বিবেচনায় নেয়, তবে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো—এ ব্যাপারে শতভাগ আশাবাদী।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *