লালমনিরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বহুল আলোচিত ছিনতাইকারী আটক

অপরাধ

সাধন রায়, লালমনিরহাট: লালমনিরহাটে বহুল আলোচিত একাধিক ছিনতাই মামলার আসামি মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেটসহ বিভিন্ন মালামাল এবং লুট হওয়া নগদ অর্থের একটি অংশ উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতা বাড়ী গ্রামের বাসিন্দা মো. আ. খালেকের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী ইজি বাইক থেকে নেমে জানুরটারী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি কালো হেলমেট পরিহিত যুবক কালো মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সে ভুক্তভোগীর হাতে থাকা কফি রঙের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে দ্রুত সান্টিবাড়ী অভিমুখে পালিয়ে যায়। ব্যাগের ভেতরে ছিল নগদ ৩৮,২০০ টাকা এবং একটি স্মার্টফোন যার মূল্য প্রায় বারো হাজার টাকা। পরে ভুক্তভোগী নিকটস্থ যাত্রীদের সহায়তায় তার স্বামীকে খবর দেন। দীর্ঘ খোঁজাখুঁজির পরও অভিযুক্তকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

তথ্য-প্রযুক্তির সহায়তা এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় একই কায়দায় একাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, দুটি হেলমেট, একটি হাতঘড়ি, বিভিন্ন সময় ব্যবহৃত পোশাক, ২১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং লুট হওয়া টাকার মধ্যে ২৮,২০০ টাকা উদ্ধার করা হয়।

ডিবি অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামি একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পূর্ববর্তী মামলাগুলোও পর্যালোচনা করা হচ্ছে। মাদক ও ছিনতাইকারীদের ধরতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *