ভোরের দুত ডেস্ক: জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’ প্রথম মঞ্চে আসে ৪ জুলাই। প্রায় এক মাস পর আবারও দেখা যাবে নাটকটি। আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কাদামাটি’র দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি লিখেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
নাটকে একক অভিনয়ে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি বলেন, “কাদামাটি আমাদের জীবনের গল্প। এর আগে কোনো নাটকে একক অভিনয় করিনি। এ নাটকেই প্রথম সেই সুযোগ পেলাম। তাই এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ।”
নির্দেশক দেবাশীষ ঘোষ বলেন, “আমরা যারা নিজের শিকড় ছেড়ে অন্য মাটিতে শিকড়ের খোঁজ করি, কাদামাটি তাদেরই গল্প। আধুনিক জীবন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ বা শেষ বয়সে নিশ্চিন্ত জীবন—এসবের আশায় অনেকে জন্মস্থান ছেড়ে অন্য ভূমিতে চলে যান। পরে উপলব্ধি হয়, ওই মাটি কঠোর আর একাকিত্বে ভরা। শহরের উঁচু ভবনের মাঝখানে আমরা কখনও আমাদের পরিচয় হারাই। যুগে যুগে মানুষ নতুন শিকড় তৈরি করে, জীবনকে নতুন করে গড়ে তোলে। এ নাটকে সেই বাস্তবতার গল্প উঠে এসেছে।”
নাটকের সেট ও লাইট ডিজাইনে রয়েছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।