ডাকসুতে নাসিরনগরের দুই শিক্ষার্থীর জয়

ক্যাম্পাস

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুইজন শিক্ষার্থী বিজয়ের মুখ দেখেছেন।

বিজয়ীরা হলেন, মোঃ আমীর হামজা বিল্লাহ, স্যার এ এফ রহমান হল সংসদ থেকে সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের গাড়াউক গ্রামের মোঃ সাদেক বিল্লাহর ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

পপি রানী দাস (ক্লিওপেট্রা), কবি সুফিয়া কামাল হল সংসদ থেকে কার্যকরী সদস্য পদে ১৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের শ্যামল দাসের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে নাসিরনগর উপজেলা থেকে মোট ৫ জন শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে দুইজন জয়লাভ করায় এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *