ইসমাইল হোসেন শাওন ,নোবিপ্রবি: বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি ও মৎস্য বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে একটি ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ‘বিএএস-ইউএসডিএ এন্ডোমেন্ট প্রোগ্রাম (৬ষ্ঠ ফেজ প্রজেক্ট)’ শীর্ষক এই কর্মশালাটি আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ড. আবদুল লতিফ ও অধ্যাপক ড. আবু তৈয়্যব আবু আহমেদ।
ওয়ার্কশপে দুজন ফেলোশিপপ্রাপ্ত কি-নোট স্পিকার তাদের গবেষণা প্রকল্পের তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তারা হলেন নোবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার এবং এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদি হাসান রুবেল।