আকিমুল ইসলাম সাজু, কোটচাঁদপুর, ঝিনাইদহ: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপনকে কেন্দ্র করে ঝিনাইদহের কোটচাঁদপুরে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কোটচাঁদপুর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, পুলিশ, আনসার ও অন্যান্য পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, উপজেলার ৪৮টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে সভায় গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।