মিরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এনসিপির সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

ধর্ম

মাসুম পারভেজ: রাজধানীর মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় মন্দির কমিটির সঙ্গে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভার আয়োজন করেছে কাফরুল থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি।

শনিবার বিকেলে এ আলোচনা সভায় অংশ নেন মিরপুর জোন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, কাফরুল থানা ও মিরপুর মডেল থানার প্রতিনিধিরা। এ সময় পূজা উৎযাপন যাতে শৃঙ্খলাপূর্ণ, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার বিষয় নিয়ে পূজা কমিটির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় এনসিপি নেতারা পূজা কমিটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পূজা উৎযাপন কমিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পূজা উৎযাপন কমিটির সভাপতি ও জয়েন্ট সেক্রেটারি জাতীয় নাগরিক পার্টির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিকভাবে কাফরুল থানা নেতৃত্বকে ধন্যবাদ জানান। একইসঙ্গে পূজা কমিটির সঙ্গে কাফরুল থানার বেশ কয়েকজন নেতাকে সম্পৃক্ত করা হয়। ভবিষ্যতেও পূজা উৎযাপন ও অন্যান্য ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডে জাতীয় নাগরিক পার্টির সহযোগিতা কামনা করে মন্দির কমিটি।

আলোচনা শেষে মিরপুর জোন, কাফরুল থানা ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ পূজা উৎযাপন কমিটির নেতাদের আমন্ত্রণ জানান আসন্ন পূজা উৎযাপন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য।

সভায় আরো উপস্থিত ছিলেন কাফরুল থানা ও মিরপুর মডেল থানার প্রতিনিধিরা।

এ সময় নেতৃবৃন্দ জানান, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে এনসিপি জনগণের কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *