চকরিয়ায় মসজিদের জমি দখলের অভিযোগ: ইউএনওর কাছে আবেদন

সারাদেশ

চকরিয়া, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার দক্ষিণ বাটাখালী পুরাতন জামে মসজিদের খতিয়ানভুক্ত ১০ শতক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে। রবিবার (১৪ সেপ্টেম্বর) মুসল্লি ও এলাকাবাসীর পক্ষে জালাল উদ্দিন নামের এক ব্যক্তি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ১৯৯২ সালে একটি রেজিস্ট্রিকৃত অছিয়তনামা দলিলের মাধ্যমে জমিটি মসজিদের নামে রেজিস্ট্রি করা হয়। এরপর বি.এস ৭১২ নং খতিয়ানে জমিটি সৃজিত হয় এবং মসজিদ কর্তৃপক্ষ নিয়মিত খাজনা দিয়ে আসছে। অভিযোগকারী জানান, সম্প্রতি স্থানীয় মৃত রফিক উদ্দিনের ছেলে নাজেম উদ্দিন ও হেলাল উদ্দিন গং রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন।

মসজিদ কমিটি ও মুসল্লিদের দাবি, বর্তমানে এই জমির বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। অভিযুক্তরা এই লোভের বশবর্তী হয়ে জমি দখল করে রেখেছেন এবং স্থানীয়দের বাধা সত্ত্বেও জমির গাছপালা কেটে বিক্রি করেছেন। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা বিএনপি দলের প্রভাবশালী হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দখলদারিত্ব বজায় রেখেছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন।

এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জমির সীমানা চিহ্নিত করে দ্রুত জমিটি উদ্ধারের অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযুক্ত নাজেম উদ্দিন দাবি করেছেন, তারা জমি জবরদখল করেননি। তিনি বলেন, এটি তার দাদার দান করা জমি এবং তারা প্রতি বছর মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শাহ আলমের কাছে খাজনা জমা দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মসজিদের জমি দখল সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *