ইয়াসিন আরাফাত, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এক অসুস্থ ব্যক্তিকে একটি হুইলচেয়ার দিয়েছে। গত পাঁচ বছর ধরে হাঁটতে অক্ষম ছিলেন বাংলা বাজার এলাকার বাসিন্দা হাকিম মন্ডল (৪৫)। তার চলাচলের সুবিধার জন্য মঙ্গলবার দুপুরে তাকে এই হুইলচেয়ারটি প্রদান করা হয়।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার, দরিদ্র পরিবার এবং সমাজের অবহেলিত অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়ে আসছে।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শাহ জাহান সিরাজ এবং নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক রবিন চৌধুরী উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা ভবিষ্যতে আরও বেশি মানবিক কাজ করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।