মাদারগঞ্জের ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা

ক্যাম্পাস

ইয়াসিন আরাফাত, জামালপুর প্রতিনিধি: জামালপুরের উত্তর মাদারগঞ্জের ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ২ টায় অত্র প্রতিষ্ঠানের অফিসকক্ষে এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াতের পর ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আনিছুর রহমান। এডহক কমিটির পরিচিতি পর্বের মাঝেই সভাপতির আসন গ্রহণ করেন এডহক কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম।

অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক আব্দুল্লাহেল গাফফার এরশাদের সঞ্চালনায়

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি,

অবঃ সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান,
সফল অভিভাবক নুরুজ্জামান নয়া, ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন,সহকারী শিক্ষক আক্কাছ আলী , চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন , সহকারী শিক্ষক মাহবুবুর রহমান টেনিস বিএসসি , গণ্যমান্য ব্যক্তি মোস্তাফিজুর রহমান সরকার, মোবাল্লেগুল দুলু সরকার, শামচুল আলম প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ঝাড়কাটা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক। পরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মাগফিরাত কামনা ও উপস্থিত সকলের সু স্বাস্থ্য ও নেক হায়াত কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *