গুপ্তছড়া ঘাটে ট্রাকের কারণে ফেরি আটকে, ভোগান্তিতে শতাধিক যাত্রী ও গাড়ি

সারাদেশ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটে একটি ছোট ট্রাকের ভুলের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এতে করে শতাধিক যাত্রী ও ৪০টিরও বেশি যানবাহন ঘাটে এবং ফেরিতে আটকা পড়ে যায়। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
১৪ সেপ্টেম্বর ২৫ বাসবাড়িয়া থেকে দুপুর ২টায় ছেড়ে আসা ‘ফেরি কপোতাক্ষ’ গুপ্তছড়া ঘাটে পৌঁছালে অন্যান্য গাড়ি নামার সময় একটি ট্রাক পল্টুনের সামনে আটকে যায়। এতে ফেরি থেকে গাড়ি নামা ব্যাহত হয় এবং ঘাটে অপেক্ষমান যানবাহন ওঠার সুযোগ পায়নি।

পানি সরে গিয়ে ভাটা পড়ে যাওয়ায় ঘাটে নাব্যতা সংকট দেখা দেয় এবং ফেরির দ্বিতীয় ট্রিপ বাতিল করা হয়। ফলে শতাধিক যাত্রী ঘাটে এবং ফেরিতে আটকে পড়েন। অনেকে গুরুতর অসুবিধার মধ্যে পড়েন, যাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং জরুরি কাজে যাত্রারত ব্যক্তিরাও ছিলেন।

ভুক্তভোগী যাত্রীদের একজন, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের ২০০০ ব্যাচের পরীক্ষার্থী আপছানা বেগম, জানান:

> “আমরা মোট ৬ জন ফেরিতে আটকে আছি। আমরা হালিশহরের বাসিন্দা, কাল সকাল ৬টায় আমার ভাইয়ের স্ত্রীকে আর্মি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি।”

 

ঘটনার বিষয়ে ফেরির মাস্টার শামসুল আলম সাইফুল জানান,

> “আজ দ্বিতীয় ট্রিপ চলাকালীন একটি ট্রাক পল্টুনে আটকে যায়। পরে অন্যান্য গাড়ির সহায়তায় সেটিকে সরানো হয়। কিন্তু এতক্ষণে পানি নেমে যায় এবং নাব্যতা সংকটের কারণে ফেরি চলতে পারেনি। এ কারণে শিডিউলে বড় ধরণের বিপর্যয় ঘটে।”

 

স্থানীয় সূত্র জানায়, ঘাট পরিষ্কার না থাকা, তদারকির অভাব এবং যানবাহন নামানোর সময় দায়িত্বপ্রাপ্তদের অসতর্কতা এমন দুর্ঘটনার জন্য দায়ী। ফেরি চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *