নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আমির খন্দকার আব্দুর রাকিব

জাতীয় ধর্ম

আল আমিন স্বাধীন ,মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমির ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় মন্দির ও কামারকুড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে তিনি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

এ সময় খন্দকার আব্দুর রাকিব বলেন,“হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আমাদের জাতীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি এবং যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় এবং সৎ মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে যেমন মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, তেমনি মন্দির পাহারারও প্রয়োজন হবে না।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান  তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *