আনসার – ভিডিপি সদস্য কর্তৃক হেরোইনসহ আসামি আটক

অপরাধ

ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮ ঘটিকায় ঢাকা জেলার ধামরাই উপজেলার বিশ্বনাথ গোস্বামীর বাড়ি পূজা মন্ডপের সামনে থেকে আনসার ও ভিডিপি সদস্যরা সন্দেহভাজন কাউসার (২৫) নামের এক যুবককে আটক করে। তল্লাশির সময় তার দেহ হতে প্রায় ১৫-২০ পুঁটলি হেরোইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে, ধামরাই উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আসিফ ইকবালের উপস্থিতিতে আনসার ও ভিডিপি সদস্যরা রাত ০৮টা ৩৫ ঘটিকায় আসামিকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মাদকবিরোধী কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও ভিডিপির এ ধরনের উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ বাহিনী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *