ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।
ব্যাট করতে নেমে টাইগাররা পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিংয়ে ৫৯ রান তোলে। তবে সপ্তম ওভারে বোলিংয়ে এসেই আফগানিস্তানের স্পিনার রশিদ খান উইকেট পান। তার বলে বোল্ড হয়ে যান ওপেনার সাইফ হাসান, যিনি ২৮ বলে ৩০ রান করেন।
এই ম্যাচের জন্য বাংলাদেশ দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে এসেছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। এর আগে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জিতলেও নেট রান রেট বাড়াতে পারেনি। পরের ম্যাচে শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হারায় তাদের সুপার ফোরে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে। এই গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে, একই সঙ্গে নেট রান রেটও বাড়াতে হবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।