আকিমুল ইসলাম সাজু, কোটচাঁদপুর(ঝিনাইদহ): “শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্ত” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলী।
প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস. কে. এম. সালাউদ্দিন বুলবুল বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।”
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদাতা নন, তাঁরা সমাজ গঠনের প্রধান শক্তি। একজন আদর্শ শিক্ষকই পারেন জাতিকে আলোর পথে এগিয়ে নিতে। সভায় প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলী বলেন— “শিক্ষকতা একটি সম্মানিত ও দায়িত্বপূর্ণ পেশা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষককে যথাযোগ্য মর্যাদা দেওয়া প্রত্যেকের দায়িত্ব।”
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতা। তাদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মিলিত কাজের বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ হুমায়ুন কবির, শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।