নাঈম ইকবাল, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক ১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে এ সংখ্যা একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নরমাল ডেলিভারিগুলো সফলভাবে সম্পন্ন করতে মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স এবং চিকিৎসকরা ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রম করেছেন। নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার ফলে অধিকাংশ গর্ভবতী মা হাসপাতালেই সন্তান জন্ম দিতে আসছেন, যা বাড়িতে অদক্ষ ধাত্রী দ্বারা ডেলিভারির ঝুঁকি কমিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন,“এই রেকর্ড সংখ্যক নরমাল ডেলিভারি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতার প্রতিফলন এবং জনগণের আস্থার বহিঃপ্রকাশ। আমরা আগামী দিনে আরও উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রসবোত্তর সময়ে মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় ওষুধ ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং হাসপাতালে ডেলিভারিতে উৎসাহিত করা হচ্ছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অর্জনকে স্থানীয়রা “নিরাপদ মাতৃত্ব” বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার আরও কমে আসবে।