ঝিনাইদহে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

সারাদেশ

মোহাম্মদ মিশুক হাসান, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়মের সংবাদ সংগ্রহে বাধা ও তিন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে শৈলকুপা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখাসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা ঘোষণা করে।

বক্তারা সাংবাদিক লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিকরা যেকোনো প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করতে পারেন। কিন্তু আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন, তা পেশাগতভাবে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

বক্তারা অবিলম্বে সাংবাদিক নিপীড়ণকারী এনায়েত হোসেনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শৈলকুপা ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার জন্য টাকা উত্তোলনের অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য বিদ্যালয়টিতে যান ‘বাংলাদেশ পোস্ট’-এর দেলোয়ার কবীর, ‘বাংলাদেশের খবর’-এর এম বুরহান উদ্দীন এবং ‘ভোরের আকাশ’-এর সুজন বিপ্লব।

সাংবাদিকরা অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহারের বক্তব্য শেষে বের হওয়ার সময় তার স্বামী, পৌর আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন, সেখানে উপস্থিত হন। এসময় তিনি ওই তিন সংবাদকর্মীকে মারধরের হুমকি দেন এবং বিদ্যালয়ে প্রবেশের কারণ জানতে চেয়ে জবাবদিহিতা চান। নিষিদ্ধঘোষিত ওই আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে অশালীন ব্যবহার, হুমকি-ধামকি ও লাঞ্ছিত করেন।

এ ঘটনায় সাংবাদিক দেলোয়ার কবীর বাদী হয়ে শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *