আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ১০ লাখ টাকাসহ দুই উপজাতি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক।
গ্রেফডার উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিংথোয়াই পাড়ার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসরুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনথোয়াই ও নতুন পাড়া বায়েই এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ প্রাথমিকভাবে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওসি মাসরুরুল হক আরও জানান, মাদকের শিকড় উপড়ে ফেলার জন্য আরও অভিযান চলমান থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।