সন্দ্বীপ থানার ওসির একের পর এক সাফল্য, ‘খ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা

সারাদেশ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: মাদক, অস্ত্র ও ডাকাতি দমনে বিশেষ সাফল্য অর্জনের মাধ্যমে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী  চট্টগ্রাম জেলার ‘খ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার  মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয়ের কাছ থেকে তিনি সম্প্রতি এই সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন।

ওসি’র নেতৃত্বে সন্দ্বীপ থানা পুলিশ সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে। এর মধ্যে রয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্র তৈরির কারখানা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্রাংশ জব্দ। এছাড়াও, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার, সন্ত্রাসী গ্রেফতার এবং বিভিন্ন মামলার তদন্তে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে থানাটি।

উল্লেখযোগ্য বিষয় হলো, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে সন্দ্বীপ থানা পুলিশ।

এই সাফল্যের পেছনে সম্মানিত সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  লাবীব আবদুল্লাহ স্যারের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং সন্দ্বীপ থানার সকল অফিসার ও ফোর্সের নিষ্ঠা ও দায়িত্বশীলতা অনস্বীকার্য।

ওসি বলেন, “এই সম্মাননা শুধু আমার নয়, সন্দ্বীপ থানার প্রতিটি পুলিশ সদস্য এবং সন্দ্বীপের সাধারণ মানুষের। তাদের সহযোগিতাই আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

সন্দ্বীপের সর্বস্তরের জনসাধারণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অর্জনে গর্বিত ও আনন্দিত। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *