দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ব্যতিক্রমধর্মী গণ গোসল কর্মসূচির আয়োজন করা হয়েছে। নদী সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভাদুঘর বাজারের ঘাটে এ আয়োজন করে সামাজিক সংগঠন তরী বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে। তিনি তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে গণগোসল কর্মসূচির উদ্বোধন করেন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক নদীপ্রেমী এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রঞ্জন চন্দ্র দে বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। অথচ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নদী দখল ও দূষণ বাড়ছে। নদী রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী নদীর গুরুত্ব এবং প্রাচীন সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর ভূমিকা অস্বীকার করার উপায় নেই। অথচ আমাদের দেশেই প্রতিনিয়ত নদী দখল ও দূষণের শিকার হচ্ছে। গণ গোসলের মাধ্যমে আমরা প্রতীকীভাবে সবাইকে জানাতে চেয়েছি – নদীকে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং জীবিত রাখতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে।