এডিইউএসটিতে উদযাপিত ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫’

জাতীয় সারাদেশ

ভোরের দূত ডেস্ক:

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডিইউএসটি) ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি ফার্মেসি পেশার গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তৃতা দেন এবং শিক্ষার্থীদের পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে দায়িত্বশীল ফার্মাসিস্ট হওয়ার আহ্বান জানান।

এডিইউএসটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন ও সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আসমা কবির অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সকলকে ধন্যবাদ জানান। এ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *