চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় একই দিনে সংঘটিত হয়েছে দুই চাঞ্চল্যকর খুনের ঘটনা। পৃথক ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন এবং ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে উপজেলার চিরিংগা মাতামুহুরি ব্রীজ এলাকা থেকে উদ্ধার করা হয় গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ। নিহত গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড দিঘিরপাড় এলাকার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একদল সন্ত্রাসী গাড়ি দিয়ে পথরোধ করে তাকে লোহার টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। পরে সন্ত্রাসীরা মরদেহটি ব্রিজের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
অন্যদিকে শনিবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা ৭নং ওয়ার্ডে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে খুন হন হারুন (৪৫)। নিহত হারুন পেশায় একজন সিএনজি চালক ছিলেন। দীর্ঘদিন ধরে ভাতিজা শেখ আহমেদের ছেলে খোকার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে খোকা ধারালো অস্ত্র দিয়ে হারুনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, নিহত গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।
একই দিনে জোড়া খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।