অনলাইন ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে রংপুর ও লালমনিরহাটে পৃথক তিনটি অভিযানে প্রায় ৫৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে লালমনিরহাটের আদিতমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চায়ের দোকানের সামনে অবস্থানরত একটি ট্রাক তল্লাশি করে ২৮.৮ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— সিরাজগঞ্জের মোঃ বকুল হোসেন (৩৩) এবং ময়মনসিংহের সজিব আহমেদ আকন্দ (২৬)।
পরদিন ২৬ সেপ্টেম্বর বিকেলে রংপুর মহানগরীর তাজহাট এলাকার মর্ডান মোড়ে অভিযান চালায় র্যাব। এসময় একটি টিভির কার্টনের ভেতর থেকে ২০.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দিনাজপুরের উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা মোছাঃ আয়েশা খাতুন (২৪)-কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে তাজহাটের পার্কের মোড় এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার ওপর থেকে ১০ কেজি গাঁজাসহ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বাসিন্দা মোঃ কবির হোসেন নয়ন (৩০)-কে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।