ভোরের দূত ডেস্ক: রাজধানীর একটি চেম্বারে গতকাল একটি ডিভোর্স সম্পন্ন হয়েছে। স্বামী একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। স্ত্রী অভিযোগ করেন, স্বামীকে তিনি দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন। তিন মাস আগে তিনি স্বামীর কললিস্ট সংগ্রহ করেন এবং সেখানে অফিস চলাকালে একটি নির্দিষ্ট নাম্বারে বারবার কল করার তথ্য পান।
পরবর্তীতে ওই নাম্বারে কল দিলে একজন নারী ফোন রিসিভ করেন। কৌশলে কথোপকথনের মাধ্যমে স্ত্রী জানতে পারেন, সেই নারী আসলে তার স্বামীর আগের স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী ডিভোর্সের সিদ্ধান্ত নেন এবং আইনগত প্রক্রিয়ায় তা কার্যকর করেন।
এই ঘটনার প্রসঙ্গে অ্যাডভোকেট মিঠুন সাহা (বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এলএলবি অনার্স ও এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়) বলেন, “লুকানো সম্পর্ক ও অবিশ্বাসের কারণে অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে। সমাজে এ ধরনের ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে।”
🔸 পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে দাম্পত্য জীবনে আস্থা ও স্বচ্ছতার গুরুত্বের ওপর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন।