ভোরের দূত ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো যদি আসন্ন জাতীয় নির্বাচনে ঘটে, তবে তা দেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।
শুক্রবার বিকেলে ঢাকার মিরপুরে বিএনপি নেতা কাজী আসাদুজ্জামানের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আশঙ্কার কথা জানান।
রিজভী অভিযোগ করেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সুষ্ঠু নির্বাচনের অনাচার করা হয়েছে। তিনি গণমাধ্যমে প্রকাশিত কিছু অনিয়মের কথা উল্লেখ করেন:
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোসহ নানা অনিয়মের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে।
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই কারচুপি ও অনিয়মের অভিযোগে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করে।
ডাকসু ও জাকসু নির্বাচনে ব্যালট বই ও ব্যালট পেপার যথাযথভাবে নম্বরযুক্ত ছিল না।
অনেক ভোটারকে সকালে হাতে সই করিয়ে ভোটার বানানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব অনিয়ম আমলে না নিয়ে ‘একপক্ষের স্বার্থ রক্ষার জন্য নির্বাচন’ আয়োজন করেছে।
বিএনপির এই নেতা বলেন, গত ১৬ বছর ধরে ভোটাররা ভোট দিতে পারেননি—দিনের ভোট রাতে হয়েছে, আবার ভোটারবিহীন ভোটও হয়েছে। রিজভীর মতে, যদি সেই একই ধারা অব্যাহত থাকে এবং পরিকল্পিতভাবে কাউকে বিজয়ী করার নীলনকশা বাস্তবায়িত হয়, তবে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।
তিনি আরও বলেন, সমতল মাঠ ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অসমতল মাঠে নির্বাচন আয়োজন করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বক্তব্য দেন এবং প্রয়াত কাজী আসাদুজ্জামানের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।