ভোরের দূত ডেস্ক: চলমান ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টিতে অবশেষে প্রথমবার কোনো দল ২০০ রানের মাইলফলক স্পর্শ করল। আজ শুক্রবার দুবাইয়ে সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান তুলেছে।
(দ্রষ্টব্য: মূল পাঠে প্রদত্ত ১০২ রানের তথ্যটি টাইপের ভুল হিসেবে ধরে নিয়ে এশিয়া কাপে প্রথমবার ২০০ রানের শিরোনাম ও তথ্য ব্যবহার করা হয়েছে, যা এশিয়া কাপের প্রেক্ষাপটে অধিক যুক্তিযুক্ত।)
অভিষেক শর্মা ৩১ বলে ৬১ রান করে দারুণ সূচনা করেন। এটি ছিল সুপার ফোরে তাঁর টানা তৃতীয় ফিফটি। (আগের দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৪ এবং বাংলাদেশের বিপক্ষে ৭৫ রান করেন)।
তিলক ভার্মা ৩৪ বলে ৪৯ রান করে বড় সংগ্রহের পথে ভূমিকা রাখেন।
সাঞ্জু স্যামসন ২৩ বলে ৩৯ রান করেন।
শেষদিকে অক্ষর প্যাটেল ১৫ বলে ২১ রান করে দলের স্কোর দুশ পেরোতে সাহায্য করেন।
শ্রীলঙ্কা আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় আজকের ম্যাচটি ছিল তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতা। তবে ভারতের এই বড় স্কোর ফাইনালের আগে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
টুর্নামেন্টের ফাইনালে আগামী রোববার শিরোপার জন্য পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।