মাসুম পারভেজ: এশিয়া কাপের সুপার ফোরে আজকের ম্যাচটাই যেন এক অলিখিত সেমিফাইনাল। কারণ জয়ী দল নিশ্চিত করবে ফাইনালের টিকিট, আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ফাইনালে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ভারত। আজকের লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে দল জিতবে, তারাই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।
টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তানের দাপট স্পষ্ট। দুই দলের ২৫ মুখোমুখি লড়াইয়ে ২০ বার জিতেছে পাকিস্তান, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫ বার। তবে সাম্প্রতিক পাঁচ ম্যাচে ব্যবধান কিছুটা কমেছে—পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ ২টিতে।
ভারতের বিপক্ষে ৪১ রানের হার দিয়ে সুপার ফোর চালু করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে এখনো লড়াইয়ে টিকে আছে লিটন দাসের দল। ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচে দলে ফিরতে পারেন অধিনায়ক লিটন দাস। এছাড়া একাদশে পরিবর্তন হিসেবে আসতে পারেন তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান।
অন্যদিকে, পাকিস্তানও সমান মরিয়া। ভারতের কাছে হারের পর লঙ্কানদের হারিয়ে আবারও ছন্দে ফিরেছে বাবর আজমের দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বলেন, “বাংলাদেশ ভালো খেলছে। তবে জিততে হলে আমাদের সব বিভাগেই সেরাটা দিতে হবে।”
সবশেষ পাঁচ টি-টোয়েন্টি দেখায় পাকিস্তান এগিয়ে (৩ জয় বনাম বাংলাদেশের ২ জয়), তবে সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগাররাও লড়াইয়ের জন্য প্রস্তুত। তাই আজকের ম্যাচ নিয়েই দুই দেশের সমর্থকদের মাঝে উত্তেজনা চরমে।